• ডিসেম্বর ২২, ২০২৪

কবি ও গল্পকার। জন্ম ২১ এপ্রিল ১৯৫৬ সালে, পাবনার দোহারপাড়া গ্রামে। কিশোরকাল থেকে কবিতা চর্চা করেন। প্রথম কাব্য স্বাগতকালের পর্যটক [১৯৮২]। প্রকাশিত কবিতাগ্রন্থ ৯ টি। প্রথম গল্প জীবিকাজট [২০০১]। গল্পগ্রন্থ ৩ টি। প্রথম উপন্যাস প্রেম ও মৃত্যুর কথন [২০১৭]। সর্বশেষ উপন্যাস অশনিপর্ব [২০২১]। তাঁর ভ্রমণগ্রন্থ যখন ক্যামবোডিয়ায় [২০০৫]। বিশেষ ভালোলাগা চলমান ও স্থির মানুষের মুখ দেখা।