• ডিসেম্বর ২২, ২০২৪

চিত্রশিল্পী ও লেখক। জন্ম ১৯৯২ সালের ১৩ ডিসেম্বর চট্টগ্রামের গোসাইলডাঙ্গায়। পড়াশোনা স্নাতকোত্তর সম্পন্ন করেছেন চিত্রকলা বিষয়ে চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। নিয়মিত দৃশ্যশিল্পের নানা মাধ্যমে চর্চা করছেন। নির্বাসিতের গল্প শিরোনামে তাঁর প্রথম একক শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয় ২০১৮ সালে, ঢাকার কলা কেন্দ্রে। বর্তমানে চারুকলা ও সৃজনী প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন বাংলাদেশ শিশু একাডেমিতে। প্রচ্ছদ শিল্প ও পুস্তক অলংকরণের পাশাপাশি লেখালেখি করেন। প্রিয় শখ মঞ্চ অভিনয়।