• জানুয়ারি ১৫, ২০২৫

 

কবি, কথাকার ও গবেষক। জন্ম ১৯৬৭ সালের ৩ মে, সিরাজগঞ্জে। পড়াশোনা সাহিত্যে স্নাতকোত্তর। কবিতা, গদ্য ও গবেষণা সব মিলিয়ে তাঁর বইয়ের সংখ্যা ২৫। প্রথম কবিতার বই মস্তিষ্কে দিনরাত্রি [কারুজ: ১৯৯০], প্রথম গল্পের বই ইলিশখাড়ি ও অন্যান্য গল্প [নিত্যপ্রকাশ: ১৯৯৯, নাগরী সংস্করণ: ২০১৭], প্রথম উপন্যাস শীলবাড়ির চিরায়ত কাহিনি [ইত্যাদি: ২০০৭, কলকাতা ধানসিঁড়ি সংস্করণ: ২০১৪, চৈতন্য সংস্করণ: ২০১৬] এবং প্রথম প্রবন্ধের বই কবিতাশিল্পের জটিলতা [গতিধারা: ২০০৭, চৈতন্য সংস্করণ: ২০১৭]। দীর্ঘদিন ধরে সম্পাদনা করছেন সাহিত্যের কাগজ কারুজ নিয়মিত লিখছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। বর্তমানে অধ্যাপনা করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।