তর্ক বাংলার অক্টোবর সংখ্যায় যা থাকছে

 

তর্ক বাংলার অক্টোবর সংখ্যায় থাকছে চে গেভারার সাক্ষাৎকার ও প্রিয় চারটি কবিতার অনুবাদ। সাক্ষাৎকারটি অনুবাদ করেছেন উপল বড়ুয়া। চে’র সবুজ নোটবইয়ের চার কবির কবিতা অনুবাদ করেছেন সাখাওয়াত টিপু।  প্রবন্ধ লিখেছেন সাইম রানা, মঈনুল শাওন, তৈমুর খান, কাজল রশীদ শাহীন, গাজী তানজিয়া, হামিম কামাল ও জান্নাতুল যূথী। কবিতা লিখেছেন দারা মাহমুদ ও হোসেন দেলওয়ার। আরও আছে শহীদুর রহমানের অগ্রন্হিত কবিতা। ডেরেক ওয়ালকটের কবিতা অনুবাদ করেছেন শাহমান মৈশান। গল্প লিখেছেন সুশীল সাহা, কায়সার আহমেদ, নির্ঝর নৈঃশব্দ্য ও সাদিয়া সুলতানা। ভ্রমণ কাহিনী লিখেছেন মঈনুস সুলতান। সমালোচনা লিখেছেন তায়েব মিল্লাত হোসেন, শিবলী নোমান ও লাবনী মণ্ডল। এবং থাকছে শারদ দাশের চিত্রকর্ম প্রদর্শনী।