তর্ক বাংলার আগস্ট সংখ্যায় যা আছে
নতুন রূপে তর্ক বাংলা। এ সংখ্যায় আছে মুহম্মদ আবদুল হাই ও আবুল হাসানের দুষ্প্রাপ্য রচনা; আওলাদ হোসেনের অপ্রকাশিত কবিতা ও ক্রিস লাওটারিসের অনূদিত কবিতা। প্রবন্ধ লিখেছেন সাইম রানা, সরোজ মোস্তফা, বিনয় দত্ত, ফিরোজ আহমেদ, ফাবিহা বিনতে হক, শ্যামল নাথ, দিলশাদ চৌধুরী। কবিতা লিখেছেন কামরুল হাসান, আইরিন সুলতানা। গল্প লিখেছেন ফজলুল বারী, শ্যামল দত্ত ও কাজী লাবণ্য। সমালোচনা লিখেছেন সাখাওয়াত টিপু, সৌরভ সিকদার, উপল বড়ুয়া। ভ্রমণ কাহিণী লিখেছেন মাহফুজুর রহমান। এছাড়াও থাকছে প্রদর্শনী।