তর্ক বাংলার জুলাই সংখ্যায় যা থাকছে

 

নতুন রূপে তর্ক বাংলা। থাকছে বাউল মকদ্দস আলম উদাসীর সাক্ষাৎকার; চিমামান্দা নগোজি আদিচের অনুবাদ প্রবন্ধ, মাত্তিয়া তারানতিনোর কবিতা ও রিচার্ড এম. ইটনের সমালোচনা। প্রবন্ধ লিখেছেন মাহবুব হাসান, ইমতিয়ার শামীম, পারভেজ হোসেন, ফিরোজ আহমেদ। কবিতা লিখেছেন খালেদ হোসাইন, সৌরভ সিকদার, সাম্য রাইয়ান। গল্প লিখেছে সৈয়দ রিয়াজুর রশীদ, হামিম কামাল, আব্দুল ওয়াহাব ও সাদাত সায়েম। সমালোচনা লিখেছেন সোহানুজ্জামান। ভ্রমণ কাহিণী লিখেছেন মঈনুস সুলতান, ফাতিমা জাহান। এছাড়াও থাকছে প্রদর্শনী।