আলোকচিত্রী সাহাদাত পারভেজ
আলোকচিত্র সাংবাদিক, শিক্ষক ও গবেষক। জন্ম ১৯৭৭ সালের ৮ অক্টোবর, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে। কিশোর বয়স থেকেই লেখালেখির শুরু। এ সময় ফটোগ্রাফির নেশাও পেয়ে বসে। ফলে ভবেরচর বাজারের স্টুডিও বর্ণালীতে ঘোরাঘুরি করতে থাকেন। ওই স্টুডিওর কর্মচারী বিশা ছিল তাঁর প্রাইমারি স্কুলের সহপাঠী। বিশাই তাঁকে প্রথম ডার্করুমে ঢোকার সুযোগ করে দেন। এরপর ফটোগ্রাফির হাতেখড়ি পান স্টুডিও বর্ণালীর মালিক পলেন দাশের কাছে। ঢাকা কলেজ থেকে পড়াশোনা শেষে ১৯৯৮ সালে চঞ্চল মাহমুদ স্কুল অব ফটোগ্রাফি থেকে আলোকচিত্র বিষয়ে বেসিক কোর্স সম্পন্ন করেন। পরে পাঠশালা দ্য সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি থেকে ফটোগ্রাফি বিষয়ে তিন বছর পড়াশোনা করেন। বর্তমানে দৈনিক দেশ রূপান্তর-এর ফটো এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি স্টেট ইউনিভারসিটি অব বাংলাদেশ-এর জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের খণ্ডকালীন শিক্ষক। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটে ফটোসাংবাদিকতা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকেন। পাঠশালার আলোকচিত্র সংগঠন ‘মুক্তচোখ’-এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন তিনি। বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াডের সম্পাদকমণ্ডলীর সদস্য। মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন ‘মুক্ত আসর’-এর সহসভাপতি। তিনি বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সদস্য। পেয়েছেন জাপানের আশাহি সিম্বুন স্বর্ণপদক, এশিয়া প্রেস ফটো স্বর্ণপদক, এশিয়া প্যাসিফিক কালচারাল সেন্টার ফর ইউনেসকো পদকসহ বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার।
তার প্রকাশিত বই—যে ছবি হৃদয়ে আঁকা [১৯৯৫, কাব্যগ্রন্থ]; ফটো অ্যালবাম—শতবর্ষের পথিক [২০১২], গবেষণধর্মী গ্রন্থ—শেকড়ের খোঁজে [২০১৫], একটি বিদ্যালয় বৃত্তান্ত [২০১৬], গজারিয়ার ইতিহাস ও ঐতিহ্য [২০১৭], গণহত্যা গজারিয়া : রক্ত মৃত্যু মুক্তি [২০১৮], গণহত্যা-বধ্যভূমি ও গণকবর জরিপ : মুন্সিগঞ্জ জেলা [২০১৯], গণহত্যার গহন গল্প : প্রসঙ্গ ভবেরচর [২০২২]। ২০২১ সালে তাঁর সংগ্রহ-গবেষণা ও সম্পাদনায় প্রকাশিত হয় তিন খণ্ডের ‘ড্যাডিসমগ্র’।
তর্ক বাংলা আয়োজন করেছে শিল্পী সাহাদাত পারভেজের প্রথম অনলাইন আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম শতবর্ষের পথিক। চারুকলার প্রথম মডেল মমিন আলী মৃধাকে নিয়ে এই আলোকচিত্র প্রদর্শনীটি চলবে ৬ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ ২০২২ সাল নাগাদ।
শতবর্ষের পথিক : ১
শতবর্ষের পথিক : ২
শতবর্ষের পথিক : ৩
শতবর্ষের পথিক : ৪
শতবর্ষের পথিক : ৫
শতবর্ষের পথিক : ৬
শতবর্ষের পথিক : ৭
শতবর্ষের পথিক : ৮
শতবর্ষের পথিক : ৯
শতবর্ষের পথিক : ১০
শতবর্ষের পথিক : ১১
শতবর্ষের পথিক : ১২
শতবর্ষের পথিক : ১৩
শতবর্ষের পথিক : ১৪
শতবর্ষের পথিক : ১৫
পড়ুন ► চারুকলার প্রথম মডেল মমিন আলী মৃধাকে নিয়ে সাহাদাত পারভেজের লেখা।
সাহাদাত পারভেজ নতুন প্রজন্মের অহংকার। তিনি শুধু একজন লেখক,গবেষক, আলোকচিত্র সাংবাদিকই নন তিনি একজন পরিবেশবাদী সংগঠক,জলবায়ু যোদ্ধা,দেশ প্রেমিক সৎ নিবেদিত ব্যক্তিত্ব।তিনি নদী-খাল ও পরিবেশ রক্ষা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি নিজ জন্মস্থান নিয়ে ৬ টি বই লিখেছেন যা এক বিরল উদাহরন। তার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি।
মুহাম্মদ মাসুম খান
ফেব্রুয়ারি ০৬, ২০২২ ১৮:৪৩
চমৎকার। সাহাদাত পারভেজকে শুভেচ্ছা।
বলরাম ঘোষ
ফেব্রুয়ারি ০৬, ২০২২ ১৭:০৮