• ডিসেম্বর ২২, ২০২৪

চিত্রশিল্পী। জন্ম ১৯৭০ সালের ৩১ ডিসেম্বর, ফেনীতে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন ১৯৯৬ সালে। ২০০৫ সালে তিনি ইতালির রোম একাডেমিতে ছাপচিত্র নিয়ে পড়াশোনা করেন। দু বছর পর. ২০০৭ সালে তিনি বার্গো ফ্যাশন ইনস্টিটিউ্ট থেকে ফ্যাশন ডিজাইন নিয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। দেশে-বিদেশে তাঁর ১৩ টি একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বর্তমানে ইতালিতে প্রবাস জীবন যাপন করছেন।