• জানুয়ারি ১৫, ২০২৫

কবি ও প্রাবন্ধিক। জন্ম ১৯৪৭ সালের ৯ মে, চট্টগ্রামের পটিয়ায়। ব্রিটিশবিরোধী বিপ্লবী পিতার সহচার্যে ছাত্রাবস্থায় জড়িয়ে পড়েন সাম্যবাদী রাজনীতিতে। লেখালেখির শুরু ছোট কাগজেই। তাঁর উল্লেখযোগ্য কাব্য স্বপ্নের বসতবাটী ও অন্তর্লীন চাষ-আবাদ [১৯৮০], কুরুক্ষেত্রের কালোপ্রহরে অমৃতসমান বৃষ্টিপাত [১৯৯৬], পান করি জতুগৃহে অনন্ত যৌবন [১৯৯৬], জেগে আছি ভালোবাসা একুশ বছর [১৯৯৭], রূপসাগরে পর্যটন কায়া করতালি [১৯৯৯], পাকদণ্ডী পেরুলেই শিহরিত সূর্যোদয় [২০০৮], নীলকণ্ঠ বাংলাদেশ নুহের তরণী [২০১৪] ও স্বপন দত্তের নির্বাচিত কবিতা [২০২০]। সম্পাদনা করেছেন সত্তরদশকের কিংবদন্তি প্রতিষ্ঠানবিরোধী ছোট কাগজ স্পার্ক জেনারেশন [১৯৭৩—১৯৮৬]। অন্যান্য সম্পাদিত ছোট কাগজ আয়না [১৯৬৮], মনন [মাসিক সাহিত্যপত্র: ১৯৭২] ও রোববার [১৯৭৩—১৯৭৭]। নিভৃতচারী এই কবি চট্টগ্রামেই অবসর যাপন করছেন।