• জানুয়ারি ১৫, ২০২৫

প্রাবন্ধিক, অধ্যাপক ও চিন্তাবিদ। জন্ম ১৮ আগস্ট ১৯৩৬ সালে, নেত্রকোনা জেলার কেন্দুয়ায়। আজীবন তিনি ময়মনসিংহে থেকেছেন। দীর্ঘদিন অধ্যাপনা করেছেন নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগে। ১৯৬০-এর দশক থেকে তিনি ময়মনসিংহ শহরের সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। অসাধারণ বাগ্মীতার জন্য জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ১৯৮৫ সালে তার প্রথম প্রবন্ধের বই প্রকাশিত হয়। নাম সাহিত্যের কাছে প্রার্থনা। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৬৭-টির অধিক।  উল্লেখযোগ্যগ্রন্থ বাঙালির সমাজতান্ত্রিক চিন্তা, মানব মন, মানব ধর্ম ও সমাজ ধর্ম, আমাদের চিন্তাচর্চার দশদিগন্ত, গল্পে গল্পে ব্যাকরণ, হরিচরণ আচার্য ইত্যাদি। ২০০৭ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন বইয়ের জন্য পেয়েছেন প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার। বর্তমানে তিনি নেত্রকোনা শহরে অবসর জীবন-যাপন করছেন।