• জানুয়ারি ০৩, ২০২৫

জন্ম ২ মার্চ ১৯৪৭ সালে, নেপালে। নেপালের একজন বিখ্যাত কবি ও লেখক। দশ বছর বয়সেই তিনি কবিতা লিখতে শুরু করেন। তাঁর প্রকাশিত অনেকগুলো কবিতা, গান, প্রবন্ধের পাশাপাশি একটি উপন্যাসও আছে। তাঁর চিকুদোলমা উপন্যাসটি নরওয়েজিয়ান ভাষায় অনূদিত হয়েছে। জনপ্রিয় নেপালি সাহিত্য আন্দোলন 'রালফা'র তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁর ঝুলিতে আছে অনেক সম্মাননা ও পুরস্কার। ২০১০ সালে জাপানিজ পোয়েটস ক্লাবের পক্ষ থেকে নেপালের অন্যতম সেরা কবি হিসেবে সম্মাননা লাভ করেন। তিনি নেপালের নাটক ও সঙ্গীত একাডেমির একজন সদস্য।