• ডিসেম্বর ২২, ২০২৪

আশির দশকের একজন খ্যাতিমান বাংলাদেশি চিত্রশিল্পী দিলারা বেগম জলি। জন্ম ১৯৬০ সালে, চট্টগ্রামে। চিত্রকলা নিয়ে পড়াশোনা করেছেন চট্টগ্রাম চারুকলা কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে নেন স্নাতকোত্তর ডিগ্রি। তিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে ছাপচিত্র বিষয়ে উচ্চতর পড়াশোনা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতনে। ২০০১ সালে ভারতের ‘বন্ড বেয়ন্ড বর্ডারস’ আর্টিস্ট রেসিডেন্সি লাভ করেন তিনি।