• জানুয়ারি ১৫, ২০২৫

চিত্রশিল্পী ও লেখক। জন্ম চট্টগ্রামে। পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, চিত্রকলায়। রাজীবের ২০১৫ সালে একক শিল্পকর্ম  প্রদর্শনী হয় ঢাকার কলাকেন্দ্রে। বেঙ্গল ফাউন্ডেশন, দৃকসহ দেশে-বিদেশে বিভিন্ন সংগঠনের আয়োজিত যৌথ প্রদর্শনীতে অংশ নেন। সমকালীন বাংলা ভাষার অসংখ্য বইয়ের প্রচ্ছদ শিল্পী তিনি। তাঁর শিল্পের বিষয়-আশয় প্রথাগত রূপ থেকে নানা রূপের নিরীক্ষা, নৈঃশব্দ্য থেকে জনপ্রিয় অবয়ব, বস্তুর রুহ থেকে মহীরুহের সালোকচিত্র সবই। শিল্পের ভাষা প্রচলিত নয়, অর্থহীন বাস্তবতার বিপরীতে তাঁর ভিত বুদ্ধিবৃত্তিক সংবেদনশীলতায়। শিল্পে তিনি নিজের ফর্ম ভাঙেন, আর নতুন বিনির্মাণ করেন। পাশাপাশি ভিডিও, ইনস্টলেশন মাধ্যমেও কাজ করেন তিনি। রাজীব বর্তমানে ঢাকায় থাকেন।