• ডিসেম্বর ২২, ২০২৪

 

আলোকচিত্রী। জন্ম ১৯৮২ সালে বাংলাদেশের চট্টগ্রামে। তিনি বাংলাদেশের একজন ভিজ্যুয়াল প্র্যাকটিশনার এবং কন্ট্রাক্ট ফটোগ্রাফার। অংশ নিয়েছেন বিভিন্ন একক ও যৌথ প্রদর্শনীতে। উল্লেখযোগ্য প্রদর্শনী হলো যৌথ প্রদর্শনী আলোকচিত্র এবং ভিজুয়াল আর্টস, চট্টগ্রাম [২০০৭], অঙ্কুর আলোকচিত্র উৎসব [২০১০], দিল্লী আলোকচিত্র উৎসব [২০১১], সিঙ্গাপুর আলোকচিত্র উৎসব [২০১৪], আলোকচিত্র কাঠমুণ্ডু [২০১৫], চারিগী আর্ট শো-৫ [২০১৬],  ২২তম জাতীয় চিত্র প্রদর্শনী [২০১৭], চারিগী আর্ট শো-৭ [২০১৯]।