• ডিসেম্বর ২২, ২০২৪

 

চিত্রশিল্পী। জন্ম ১৯৫৮ সালের ২১ জানুয়ারি, চট্টগ্রাম। রোকেয়া সুলতানা বাংলাদেশে নিজেকে একজন শক্তিশালী চিত্রশিল্পী হিসেবে অধিষ্ঠিত করতে সমর্থ হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট [বর্তমান চারুকলা অনুষদ] থেকে স্নাতক ১৯৮০ সালে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন ১৯৮৩ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে শিক্ষক হিসেবে যোগ দেন ১৯৮৭ সালে। পোল্যান্ড, জার্মানি, মরোক্ক, ওমান, ফ্রান্স, ইরান, মিশর, তুরস্ক, তাইওয়ান, নেপাল, কোরিয়া, জর্ডান, ডেনমার্ক, পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র এবং জাপানসহ অন্যান্য অনেক দেশে তার ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে চিত্রশিল্পে বহু পুরস্কার পেয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্যনবম এশিয়ান বিয়েনালে [১৯৯৯], তৃতীয় ভারত ভবন প্রিন্ট বিয়েনালে [১৯৯৫], বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার [২০০২] প্রভৃতি। ২০০৩ সালে প্যারিসের L'Atelier Lacouriere et Frelaut-এ একটি আবাসিক বৃত্তি পেয়েছেন।