• ডিসেম্বর ২২, ২০২৪

 

সুফিশিল্পী ও কবি রনি আহম্মেদ। বাংলাদেশের চিত্রকলায় নব্বই দশকের প্রভাব বিস্তারকারী শিল্পী। জন্ম ১৯৭১ সালে, ঢাকায়। তাঁর হাত ধরে বাংলাদেশে সুফিবাদ চিত্রকলা চর্চার শুরু। চিন্তা, সাধনা ও ভক্তিবাদী দর্শন পাওয়া যায় তাঁর কাজে। তিনি চারুকলা ইনস্টিটিউট [বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ] থেকে চারুকলায় স্নাতক ২০০২ সালে। স্নাতকোত্তরে ভর্তি হয়ে এক বছর ক্লাস করেছিলেন। সে যাত্রা বন্ধ করে ছবি আঁকায় মনোযোগী হন তিনি। শিল্পী রনি আহম্মেদ দেশ-বিদেশে অসংখ্য একক ও যৌথ চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন। ২০০১ সালে ঢাকা ও চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজে শিরোনামহীন এবং ২০০৫ সালে নুহের নৌকা শিরোনামে তাঁর একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে ঢাকা বেঙ্গল লাউঞ্জে গডস অ্যান্ড বিস্ট একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে কক্সবাজারে মারমেইড আর্ট ফাউন্ডেশনে নূর ফ্রম দ্য সি, ২০১৯ সালে চট্টগ্রাম শিল্পকলায় বিস্তারের আয়োজনে উয়িংস অব বোরাক,  ২০২০ সালে ব্যাংকক সোল সল্ট গ্যালারি এবং রয়েল হ্যারিটেজ হাউজ-১-এ বিগিনিং শিরোনামে একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ২০২১ সালে বেঙ্গল লাউঞ্জে প্রদর্শীত হয় নূর-ই মুহাম্মদ শিরোনামে একক চিত্র প্রদর্শনী। ২০১২ সালে মারমেইড আর্ট ফাউন্ডেশনের সৌজন্যে কসমিক টারটেল ভিজিটিং গ্রিন আর্থ নামক পৃথিবীর সর্ব বৃহৎ কচ্ছপের ভাস্কর্য এবং মুরাল নির্মাণ করেন।