কথাসাহিত্যিক ও সমালোচক। জন্ম ৯ অগাস্ট ১৯৯০ সালে, পুরনো ঢাকার ফরিদাবাদে। প্রকাশিত গল্পগ্রন্থ শেষ বসন্তের গল্প [২০১৪], আয়াজ আলীর ডানা [২০১৬], কোমা ও অন্যান্য গল্প [২০১৮], কাঁচের দেয়াল [২০১৯]। প্রকাশিত কাব্যগ্রন্থ হেমন্তের মর্সিয়া [২০১৮]। প্রকাশিত অনুবাদগ্রন্থ মিসিং পারসন : প্যাট্রিক মোদিয়ানো [২০১৫, দ্বিতীয় প্রকাশ ২০২১]। শিক্ষকতা করছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে।