• জানুয়ারি ১৫, ২০২৫

কবি, প্রাবন্ধিক ও অধ্যাপক। জন্ম সিলেটে, ১৯৭১ সালে ২১ ডিসেম্বর। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিরিশ। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বহুবর্ণ রক্তবীজ [২০০৪], সহস্র ভোলটের বাঘ [২০০৬], স্যানাটোরিয়াম [২০০৮], তাঁবুর নিচে দূতাবাস [২০১১], সিন্ধুদ্রাবিড়ের ঘোটকী [২০১২], জাতক ও দণ্ডকারণ্য [২০১৩], সুতো দিয়ে বানানো সূর্যেরা [২০১৪], ডুমুরের গোপন ইশারা [২০১৪], প্রস্তরলিখিত [২০১৫], এখন মৃগয়া [২০১৬] প্রভৃতি। নির্বাচিত কবিতা ও কবিতাসংগ্রহ প্রকাশিত হয়েছে যথাক্রমে [২০১৭ ও ২০২০]। সর্বশেষ প্রকাশিত কাব্যগ্রন্থতিনভাগ রক্ত [২০২০], আখ্যান একটা জাদুর হাড় [২০২০], ভ্রমণ-আখ্যান না চেরি না চন্দ্রমল্লিকা [২০২১] ও গবেষণাবঙ্গবন্ধু ও নয়াচীন [২০২১]। বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক হিসেবে কর্মরত আছেনসম্পাদনা করেন ছোট কাগজ সুরমস ও গোষ্ঠীপত্রিকা কথাপরম্পরা