জন্ম ১৩ নভেম্বর ১৯৭৯, সিরাজগঞ্জে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। পেশায় সাংবাদিক। প্রকাশিত বই জোছনার ওহি [২০০৪], জোছনার ওহি ও অন্যান্য কবিতা [২০১৪], মোকসেদুল বাংলা [২০২১]। লিখছেন নিয়মিত বিভিন্ন সাহিত্য পত্র-পত্রিকায়। বর্তমানে কাজ করছেন একটি বেসরকারি টেলিভিশনে।