আবু নাসের রবির শিল্পকর্ম প্রদর্শনী
চিত্রশিল্পী আবু নাসের রবির জন্ম চট্টগ্রামের পতেঙ্গায় ৩ জুলাই ১৯৭৫। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে চিত্রকলায় স্নাতক ও স্নাতকোত্তর। একাডেমিক শিক্ষা শেষে কৃষিখামার গড়ে জীবন-জীবিকা নির্বাহ করছেন। পাশাপাশি পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্ট নামের অলাভজনক ও শিল্পীদের দ্বারা পরিচালিত সংগঠনের ব্যানারে নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করেন তিনি। ২০০০ সালে তাঁর প্রথম একক জলরঙের চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় পতেঙ্গা, চট্টগ্রামে। এরপর তিনি দক্ষিণ কোরিয়া, জাপান, জর্ডান, নেপালসহ দেশ-বিদেশের বিভিন্ন আর্ট গ্যালারিতে একক ও যৌথ চিত্রপ্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।
শিল্পী আবু নাসের রবির উল্লেখযোগ্য একক প্রদর্শনী হচ্ছে—২০১২ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ‘দ্য টেইল অফ ডার্কনেস’ ও ‘আর্থ কলিং: থিংকিং আদারওয়েইজ’ শিরোনামের দুটি। এছাড়া রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘ইয়াং আর্টিস্ট অ্যাক্সিবিশন-২০১০’; ‘ন্যাশনাল আর্ট অ্যাক্সিবিশন-২০০৯’; বৃত্ত আর্টস ট্রাস্ট ঢাকা আয়োজিত দক্ষিণ এশিয়ার প্রদর্শনী ‘অফ দ্য বিটেন পাথ ২০০৮’ প্রভৃতি। তাঁর উল্লেখযোগ্য যৌথপ্রদর্শনী হচ্ছে—দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ‘ওপেন স্টুডিও-২০০৭’; ঢাকায় অনুষ্ঠিত বৃত্ত আর্টস ট্রাস্ট আয়োজিত ‘আউটকাম শো অফ বৃত্ত ইন্টারন্যাশনাল আর্টিস্ট ওয়ার্কশপ-২০০৫’; ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত বৃত্ত আর্টস ট্রাস্ট ঢাকা এবং pousses rouyes lyon, france আয়োজিত ‘মুভমেন্ট উইল বিকাম স্কালাপচার-২০০৪’; জাপানে অনুষ্ঠিত ‘নিপ্পন ইন্টারন্যাশনাল পারফরমেন্স আর্ট ফেস্টিবল-২০১০’ প্রভৃতি।
তর্ক বাংলায় চলছে চিত্রশিল্পী আবু নাসের রবির একক অনলাইন শিল্পকর্ম প্রদর্শনী। শিরোনাম তোমার অশেষ রহমতের ফল্গুধারায় অবগাহন করে হতে চাই তোমারই ইচ্ছা। এটি চলবে ৬ জুলাই ২০২২ থেকে ৫ আগস্ট ২০২২ পর্যন্ত।
তোমার অশেষ রহমতের ফল্গুধারায় অবগাহন করে হতে চাই তোমারই ইচ্ছা : ১
তোমার অশেষ রহমতের ফল্গুধারায় অবগাহন করে হতে চাই তোমারই ইচ্ছা : ২
তোমার অশেষ রহমতের ফল্গুধারায় অবগাহন করে হতে চাই তোমারই ইচ্ছা : ৩
তোমার অশেষ রহমতের ফল্গুধারায় অবগাহন করে হতে চাই তোমারই ইচ্ছা : ৪
তোমার অশেষ রহমতের ফল্গুধারায় অবগাহন করে হতে চাই তোমারই ইচ্ছা : ৫
তোমার অশেষ রহমতের ফল্গুধারায় অবগাহন করে হতে চাই তোমারই ইচ্ছা : ৬
তোমার অশেষ রহমতের ফল্গুধারায় অবগাহন করে হতে চাই তোমারই ইচ্ছা : ৭
তোমার অশেষ রহমতের ফল্গুধারায় অবগাহন করে হতে চাই তোমারই ইচ্ছা : ৮
তোমার অশেষ রহমতের ফল্গুধারায় অবগাহন করে হতে চাই তোমারই ইচ্ছা : ৯
তোমার অশেষ রহমতের ফল্গুধারায় অবগাহন করে হতে চাই তোমারই ইচ্ছা : ১০
তোমার অশেষ রহমতের ফল্গুধারায় অবগাহন করে হতে চাই তোমারই ইচ্ছা : ১১
তোমার অশেষ রহমতের ফল্গুধারায় অবগাহন করে হতে চাই তোমারই ইচ্ছা: ১২
তোমার অশেষ রহমতের ফল্গুধারায় অবগাহন করে হতে চাই তোমারই ইচ্ছা : ১৩
তোমার অশেষ রহমতের ফল্গুধারায় অবগাহন করে হতে চাই তোমারই ইচ্ছা : ১৪
তোমার অশেষ রহমতের ফল্গুধারায় অবগাহন করে হতে চাই তোমারই ইচ্ছা : ১৫
Sobsomoyer priyo shilpir sundor kajgulo abar dekhte peye onek bhalo lagche. Onek onek shubhokamona roilo guru...
Afsana Sharmin Zhumpa
জুলাই ০৮, ২০২২ ১৩:০৪
আমরা সামনের প্রদর্শনীতে সক্রিয় সহযোগীতা করব।
সওগাত
জুলাই ০৮, ২০২২ ১৪:৩২
খুব ভালো লাগলো অনেকদিন পরে কোথাও অন্তত পারফরম্যান্সের ফটোগ্রাফি দিয়ে পারফরম্যান্স আর্টিস্টের একটা এক্সিবিশন দেখলাম। আর যাদেরকে দেখে পারফরমেন্স উৎসাহিত হয়েছি এবং যাদের কাছ থেকে আমার পারফরম্যান্সের হাতে খড়ি তাদের কাজ কোথাও দেখলে ভালো লাগে। তর্ক বাংলা কে অসংখ্য ধন্যবাদ রবি দার অসম্ভব সুন্দর কিছু পারফরমেন্সের ছবি পুনরায় দেখানোর জন্য।
Sumana Akter
জুলাই ০৮, ২০২২ ১৫:০৩
গম অইয়ি
এস এম রাসেল
জুলাই ০৮, ২০২২ ১৭:১৯
প্রিয় শিল্পী, অনেকদিন পর একসাথে আপনার অনেক গুলো কাজ দেখার সুযোগ হল। শক্তিশালী কনসেপ্ট যা মননের গভীরে গিয়ে ভাবতে বাধ্য করে। রবিদা আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন প্রার্থনা করি।
শ্রীকান্ত আচার্য্য
জুলাই ১২, ২০২২ ০৮:০৩
প্রিয় রবিদা, আপনার কাজগুলোর ছবি দেখে খুব ভালো লাগলো। কাজগুলোর সাথে সাল আর নামগুলো ক্যাপশানে থাকলে ভালো হতো। ৭ নম্বর ছবিটি অসাধারণ। অভিনন্দন।
ঋতু
জুলাই ১২, ২০২২ ১৬:০৮
আমাদের প্রিয় রবি ভাই ! যার সান্নিধ্যে না গেলে জীবনে অপূর্ণতা থেকে যেত। প্রায় চৌত্রিশ বছর ধরে রবিকে প্রতিদিন নতুন করে ভাবতে হচ্ছে। তার চিন্তুক দর্শন বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক। কি চিত্রকর্মে, কি সমাজ দর্শনে !! রবির সমান বিচরণ। তার কর্ম পদ্ধতি সবসময় নতুন মাত্রা যোগ করে। তার নিরোগ, সৃষ্টিশীল সমৃদ্ধ জীবন কামনা করি ????????
খোকন।
জুলাই ০৮, ২০২২ ১২:১৯