তোমার অশেষ রহমতের ফল্গুধারায় অবগাহন করে হতে চাই তোমারই ইচ্ছা : ৩

 

তর্ক বাংলায় চলছে চিত্রশিল্পী আবু নাসের রবির একক অনলাইন শিল্পকর্ম প্রদর্শনী। শিরোনাম তোমার অশেষ রহমতের ফল্গুধারায় অবগাহন করে হতে চাই তোমারই ইচ্ছা। এটি চলবে ৬ জুলাই ২০২২ থেকে ৫ আগস্ট ২০২২ পর্যন্ত।