তর্ক বাংলার জুন সংখ্যায় যা থাকছে
নতুন রূপে তর্ক বাংলা। থাকছে শামসুর রাহমানের দুষ্প্রাপ্য সাক্ষাৎকার; আলেক্সিস দিয়াস পিমিয়েন্তা ও চিরানন পিত্তিপার অনুবাদ কবিতা। প্রবন্ধ লিখেছেন মাহবুব হাসান, ফয়জুল ইসলাম, কাজল রশীদ শাহীন, গাজী তানজিয়া। কবিতা লিখেছেন তৈমুর খান, লায়লা ফারজানা, দ্বিত্ব শুভ্রা। আঞ্জুমান রোজী, আনোয়ারা আল্পনা, রিফাত মাহবুব। সমালোচনা লিখেছেন ওমর কায়সার, আবু হেনা মোস্তফা এনাম, শিবলী নোমান। ভ্রমণ কাহিণী লিখেছেন এলিজা বিনতে এলাহী। এছাড়াও থাকছে প্রদর্শনী।