কাউসার হায়দারের আলোকচিত্র প্রদর্শনী ‘২৫ আগস্ট’

 

আলোকচিত্রী কাউসার হায়দারের জন্ম ১৯৮২ সালে বাংলাদেশের চট্টগ্রামে। তিনি বাংলাদেশের একজন ভিজ্যুয়াল প্র্যাকটিশনার এবং কন্ট্রাক্ট ফটোগ্রাফার। অংশ নিয়েছেন বিভিন্ন একক ও যৌথ প্রদর্শনীতে। যার মধ্যে উল্লেখযোগ্যযৌথ প্রদর্শনী আলোকচিত্র এবং ভিজুয়াল আর্টস, চট্টগ্রাম [২০০৭], অঙ্কুর আলোকচিত্র উৎসব [২০১০], দিল্লি আলোকচিত্র উৎসব [২০১১], সিঙ্গাপুর আলোকচিত্র উৎসব [২০১৪], আলোকচিত্র কাঠমাণ্ডু [২০১৫], চেরাগী আর্ট শো-৫ [২০১৬],  ২২তম জাতীয় চিত্র প্রদর্শনী [২০১৭] ও চেরাগী আর্ট শো-৭ [২০১৯]।

তর্ক বাংলা আয়োজন করেছে কাউসার হায়দারের একক অনলাইন আলোকচিত্র প্রদর্শনী। শিরোনাম ‘২৫ আগস্ট’। এই আলোকচিত্রগুলো সম্পর্কে কাউসার হায়দার বলেছেনআগস্ট ২০১৭ তারিখে, রোহিঙ্গাদের এক বিশাল সংখ্যা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল যা বিশ্বের বৃহত্তম শরণার্থী সংকট সৃষ্টি করেছিল। মায়ানমার নিরাপত্তা বাহিনীর সিদ্ধান্তের কারণেই জাতিগতভাবে রোহিঙ্গাদের বিতাড়িত করা হয়েছিল। এই মনুষ্যসৃষ্ট সংকটের কাছাকাছি গিয়েছিলাম আমি এবং রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা দেখে স্তব্ধ হয়ে গেলাম। অবাক হয়ে আমি নিজেকে নিজেই প্রশ্ন করেছিলাম, এটা কি সত্যি! আমি এই উদ্বাস্তু সংকটের উপর ফটোগ্রাফি প্রোজেক্ট করি। পরে, রোহিঙ্গাদের অবস্থা একটু স্বাভাবিক হতে থাকলে আমার তোলা ছবিগুলো পুনরায় দেখার পর সেই ভয়ানক পরিস্থিতি নিজের চোখের সামনে ভাসতে থাকে।

ছোটবেলায় আমার একটি স্ট্যাম্প বই ছিল, যেখানে অনেক স্ট্যাম্প সংগ্রহ করেছিলাম যার বেশিরভাগ বাংলাদেশের জাতীয় সংকটগুলোর উপর তৈরি, যেমনমুক্তিযুদ্ধ, জাতির পিতা হত্যা। এই স্ট্যাম্পগুলো আমাকে সেই সংকটপূর্ণ দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। এবং এজন্যই আমি আমার লেন্সের অভিজ্ঞতার মাধ্যমে রোহিঙ্গা সংকট ২০১৭-এর একটি স্ট্যাম্প বুক করার সিদ্ধান্ত নিয়েছি।

রোহিঙ্গাদের কষ্ট দেখে আমি খুব ভয় পেয়েছিলাম। নাফ নদীর পাশে সমগ্র সীমান্ত এলাকায় তারা কাদায় হামাগুড়ি দিচ্ছিল ঠিক যেন পোকার মতো। গর্ভবতী মহিলারা, বাচ্চা ও বৃদ্ধ লোকেরা তাদের জীবন বাঁচাতে বৃষ্টিতে দিগ্বিদিক ছোটাছুটি করছিল। বিশেষ করে বাচ্চাদের মুখগুলো বার বার আমার চোখের সামনে ভেসে উঠছিল। অন্ধকার ও বৃষ্টির কারণে আমি ঠিকভাবে ছবি তুলতে পারিনি, আমি কেবল ক্যামেরাতে ক্লিক করেছি, যখনই কোনো শব্দ শুনতে পেয়েছি। অন্ধকার ও বৃষ্টি ঠিকই থেমে যাবে কিন্তু এই লক্ষ লক্ষ মানুষের অনিশ্চয়তা কখনো থামবে না।

তর্ক বাংলায় চলছে কাউসার হায়দারের একক অনলাইন আলোকচিত্র প্রদর্শনী। শিরোনাম ‘২৫ আগস্ট’। প্রদর্শনী চলবে ৭ এপ্রিল ২০২২ থেকে ৬ মে ২০২২ পর্যন্ত।

 

২৫ আগস্ট : ১

 

২৫ আগস্ট : ২

 

২৫ আগস্ট : ৩

 

২৫ আগস্ট : ৪

 

২৫ আগস্ট : ৫

২৫ আগস্ট : ৬

 

২৫ আগস্ট : ৭

 

২৫ আগস্ট : ৮

 

২৫ আগস্ট : ৯

২৫ আগস্ট : ১০

২৫ আগস্ট : ১১

২৫ আগস্ট : ১২

 

২৫ আগস্ট : ১৩

২৫ আগস্ট : ১৪