শিল্পী রোকেয়া সুলতানার চিত্র প্রদর্শনী ‘লোক-অলোক’

 

চিত্রশিল্পী ও অধ্যাপক। জন্ম ১৯৫৮ সালের ২১ জানুয়ারি, চট্টগ্রাম। রোকেয়া সুলতানা বাংলাদেশে নিজেকে একজন শক্তিশালী চিত্রশিল্পী হিসেবে অধিষ্ঠিত করতে সমর্থ হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট [বর্তমান চারুকলা অনুষদ] থেকে স্নাতক ১৯৮০ সালে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন ১৯৮৩ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে শিক্ষক হিসেবে যোগ দেন ১৯৮৭ সালে।

বিভিন্ন দেশে রোকেয়া সুলতানা ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। তাঁর উল্লেখযোগ্য একক চিত্রপ্রদর্শনীর মধ্যে রয়েছেকলকাতা গ্যালারি চিত্রক [১৯৯৬], চৌখান্দি আর্ট গ্যালারি করাচি [১৯৯৬], ডিভাইন আর্ট গ্যালারি সোনারগাঁও প্যান প্যাচিফিক হোটেল, ঢাকা [১৯৯৩, ১৯৯৬], আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা [১৯৯০], শেরাটন আর্ট গ্যালারি, ঢাকা শেরাটন হোটেল [১৯৮৯]।

উল্লেখযোগ্য যৌথ প্রদর্শনীর মধ্যে রয়েছে রেসিডেন্স অফ দ্য অ্যাম্বাসেডর, ইউরোপ ইউনিয়ন, ঢাকা [২০০১]; ষড়ঋতু, গ্যালারি শিল্পরাগ, ঢাকা [২০০১]; বেগম রোকেয়া শ্রদ্ধঞ্জলি, বেঙ্গল গ্যালারি ফাইন আর্টস ঢাকা [২০০০]; প্রথম বাংলাদেশ চারুশিল্পী সংসদ বিয়িনাল [২০০০]; ভিন্ন দৃষ্টিতে: বাংলাদেশ/ তিন নারী শিল্পী, ডিভাইন আর্ট গ্যালারি ঢাকা [২০০০]; ইউনেস্কো আন্তর্জাতিক নারী দিবস: নারী শিল্পীদের প্রদর্শনী, জয়নুল গ্যালারি, ঢাকা [২০০০]।  

ফার্স্ট ইন্টারন্যাশনাল পেইন্টিং বিয়িনাল অফ ইসলামিক ওয়ার্ল্ড, তেহরান [২০০১]; পিকচারিং হোম, প্রিন্ট স্টুডিও এক্সিবেশন, লন্ডন [২০০০]; মিনিয়েচার প্রিন্ট এক্সিবিশন, নেবারেস্ক ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র [২০০০]; তৃতীয় মিশর আন্তর্জাতিক প্রিন্ট ট্রিনিয়াল, ১৯৯৯, কায়রো আর্ট বিয়িনাল, কায়রো [১৯৯৫-৯৬]; সমসাময়িক ৩০ বাংলাদেশি শিল্পীর চিত্র প্রদর্শনী, বন/ বার্লিন, জার্মানি [১৯৯৪]সহ পোল্যান্ড, মরোক্ক, ওমান, ফ্রান্স, তুরস্ক, তাইওয়ান, নেপাল, কোরিয়া, জর্ডান, ডেনমার্ক, পাকিস্তান, ভারত, জাপান ও অন্যান্য অনেক দেশে তার ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।  

বিশ্বের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জাদুঘর ও ব্যক্তির কাছে তার আঁকা চিত্রকর্ম সংগ্রহে রয়েছে, যেমনবাংলাদেশ জাতীয় জাদুঘর; বাংলাদেশ শিল্পকলা একাডেমি; গণভবন; বাংলাদেশ ব্যাংক; আন্তর্জাতিক গ্রাফিকস জাদুঘর, ফ্রেদরিক, নরওয়ে;  ইউনিভার্সাল গ্রাফিক জাদুঘর, কায়রো, মিশর।

তিনি বিভিন্ন দেশ থেকে চিত্রশিল্পে পুরস্কার পেয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্যনবম এশিয়ান বিয়িনাল [১৯৯৯], তৃতীয় ভারত ভবন প্রিন্ট বিয়িনাল [১৯৯৫], বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার [২০০২] প্রভৃতি। ২০০৩ সালে প্যারিসের L'Atelier Lacouriere et Frelaut-এ একটি আবাসিক বৃত্তি পেয়েছেন।

তর্ক বাংলা চলছে চিত্রশিল্পী রোকেয়া সুলতানার একক অনলাইন শিল্পকর্ম প্রদর্শনী। শিরোনাম লোক-অলোক। এটি চলবে ৬ মার্চ ২০২২ থেকে ৫ এপ্রিল ২০২২ পর্যন্ত।

 

লোক-অলোক : ১

 

লোক-অলোক : ২

 

লোক-অলোক : ৩

 

লোক-অলোক : ৪

 

লোক-অলোক : ৫

 

লোক-অলোক : ৬

 

লোক-অলোক : ৭

 

লোক-অলোক : ৮

 

লোক-অলোক : ৯

 

লোক-অলোক : ১০

 

লোক-অলোক : ১১লোক-অলোক : ১২

 

লোক-অলোক : ১৩

 

লোক-অলোক : ১৪

 

লোক-অলোক : ১৫