প্রকৃতির মায়া ৩
প্রথম আদিবাসী চিত্রশিল্পী চুনিলাল দেওয়ানের শিল্পকর্ম প্রদর্শনী প্রকৃতির মায়া। তর্ক বাংলা আয়োজিত এই প্রদর্শনী চলবে ৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর ২০২১ সাল নাগাদ। প্রদর্শনীটি কিউরেট করেছেন তর্ক বাংলার শিল্প সম্পাদক ও চিত্রশিল্পী রাজীব দত্ত।