চিত্রশিল্পী এ রহমান

 

নব্বই দশকের প্রতিভাবান চিত্রশিল্পী এ রহমান। জন্ম ১৯৭০ সালের ৩১ ডিসেম্বর, ফেনীতে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন ১৯৯৬ সালে। ২০০৫ সালে তিনি ইতালির রোম একাডেমিতে ছাপচিত্র নিয়ে পড়াশোনা করেন। দু বছর পর, ২০০৭ সালে তিনি বার্গো ফ্যাশন ইনস্টিটিউ্ট থেকে ফ্যাশন ডিজাইন নিয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন।

শিল্পী রহমানের প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় ২০০০ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল গ্যালারিতে। একই বছর আরেকটি একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় জয়নুল গ্যালারিতে। ২০০১ সালে টোকিওর চুয়া গ্যালারিতে অনুষ্ঠিত হয় তাঁর একক চিত্রকর্ম প্রদর্শনী। ২০০২ সালে জাপানের নাগোয়া গ্যালারি-এ-তেও আরেকটি একক প্রদর্শনী হয় তাঁর। ২০০৪ সালে ইতালি রোমে ফোর ফর আর্ট গ্যালারি ও গ্যালারি দি আর্ট-এ অনুষ্ঠিত হয় তাঁর দুটি একক প্রদর্শনী। দেশে-বিদেশে সবমিলিয়ে শিল্পী রহমানের ১৩ টির মতো একক চিত্রকর্মের প্দরর্শনী অনুষ্ঠিত হয়।

শিল্পী রহমান দেশে-বিদেশে অসংখ্য যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। প্রথম অংশ গ্রহণ করেন জাতীয় তরুণ চিত্রকলা প্রদর্শনীতে, ২০০০ সালে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় ২২ টির মতো যৌথ প্রদর্শনীতে রহমানের শিল্পকর্ম স্থান পায়। শিল্পী রহমান চারুকলার নানা মাধ্যমে কাজ করছেন। মাধ্যমের মধ্যে চিত্রকলা, তৈলচিত্র, ছাপচিত্র, এচিং, উডকাঠ, টেম্পেরা, ভিডিওগ্রাফি ইত্যাদি। শিল্পী রহমান বর্তমানে ইতালিতে প্রবাস যাপন করছেন। তাঁর স্ত্রী মুন রহমান স্বনামধন্য ছাপচিত্র শিল্পী।