কবি। জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৩ সালে, চট্টগ্রামের পটিয়ায়। পড়াশোনা বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। লিখছেন বিগত শতকের নব্বইয়ের দশক থেকে। চট্টগ্রাম থেকে প্রকাশিত আড্ডারু, মধ্যাহ্ন, উৎকর্ণ প্রভৃতি ছোট কাগজের সম্পাদনা ও প্রকাশনায় যুক্ত ছিলেন। সাংবাদিকতা ও কলেজে শিক্ষকতায় যুগপৎ যুক্ত ছিলেন দেড় যুগ। এখন কাজ করছেন বই বিপণন প্রতিষ্ঠান ও প্রকাশনা সংস্থা বাতিঘরের সম্পাদক হিসেবে। প্রকাশিত কবিতার বই তাকাও, দেখবে [২০১৫]।