• ডিসেম্বর ২২, ২০২৪

কবি। জন্ম ২৮ জানুয়ারি ১৯৬৭ সালে, বীরভূম জেলার রামপুরহাট ব্লকের পানিসাইল গ্রামে। পড়াশোনা বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। তাঁর পিএইচডি অভিসন্দর্ভের বিষয় প্রেমেন্দ্র মিত্রের কবিতা। প্রকাশিত কাব্যগ্রন্থ কোথায় পা রাখি [১৯৯৪], বৃষ্টিতরু [১৯৯৯], খা শূন্য আমাকে খা [২০০৩], আয়নার ভেতর তু যন্ত্রণা [২০০৪], বিষাদের লেখা কবিতা [২০০৪], একটা সাপ আর কুয়াশার সংলাপ [২০০৭], জ্বরের তাঁবুর নীচে বসন্তের ডাকঘর [২০০৮], প্রত্নচরিত [২০১১] ইত্যাদি। পেয়েছেন কবিরুল ইসলাম স্মৃতি পুরস্কার ও দৌড় সাহিত্য সম্মান। বর্তমানে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।