কবি ও ভ্রমণ লেখক। জন্ম ঢাকায়, বেড়ে ওঠা ভারতের ব্যাঙ্গালুরু শহরে। অনেক ভাষা ও সংস্কৃতির মানুষের সাথে মেলামেশার কারণে খুব সহজেই অপর সংস্কৃতির সাথে মিশে যেতে পারেন। ভ্রমণ নেশার কারণে ছুটে যান এক দেশ থেকে আরেক দেশে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ কাউকে নয় [২০২০]। প্রথম ভ্রমণ বিষয়ক বই মওলানা জালাল উদ্দীন রুমির খোঁজে তুরস্কে [২০২১]। লেখালেখির হাতেখড়ি ইংরেজি ভাষায়। এখন বাংলায় ভ্রমণ কাহিনী ও কবিতা লিখছেন। বাংলা ভাষা ভালোবাসার জায়গা।