তর্ক বাংলার নভেম্বর সংখ্যায় যা থাকছে

 

তর্ক বাংলার নভেম্বর সংখ্যায় থাকছে শেখ লুৎফরের নেওয়া ফকির আব্দুল কুদ্দুসের সাক্ষাৎকার।  প্রবন্ধ লিখেছেন মাহবুব হাসান, মোস্তফা জামান, কুমার চক্রবর্তী, আনোয়ারুল্লাহ ভূঁইয়া ও কাজী নাসির মামুন।  জর্জিও আগামবেন ও এলি উইজেলের প্রবন্ধ অনুবাদ করেছেন রায়হান রাইন ও জিয়া হাশান। কবিতা লিখেছেন অমিতাভ পাল, কুদরত-ই-গুল ও রাবাত রেজা নূর। গল্প লিখেছেন হুসেইন ফজলুল  বারী, আনিসুর রহমান ও ফারজানা ববি।  এছাড়া জলিল মাম্মাদ গুলুজাদেহের গল্প অনুবাদ করেছেন নাহার তৃণা। ভ্রমণ কাহিনী লিখেছেন মাহফুজুর রহমান, নৌকা বাইচ নিয়ে লিখেছেন গাজী মুনছুর আজিজ। সমালোচনা লিখেছেন লাবণী মণ্ডল, সানজিদা সিদ্দিকা ও সোহেল তারেক।  এবং থাকছে চিত্রকর্ম প্রদর্শনী।