প্রকাশিত হলো বিশেষ ছাপা পত্রিকা তর্ক
প্রকাশিত হলো অনলাইন সাহিত্য জার্নাল তর্ক বাংলার বিশেষ ছাপা পত্রিকা তর্ক। এটি দ্বিতীয় বর্ষ, প্রথম সংখ্যা। বিষয় বৈচিত্র্য সম্বৃদ্ধ সংখ্যাটিতে রয়েছে অপ্রকাশিত চিঠি, অপ্রকাশিত সাক্ষাৎকার, সাক্ষাৎকার, বিদেশি সাক্ষাৎকার, প্রবন্ধ, দর্শন, অনুবাদ প্রবন্ধ, কবিতা, গল্প ও স্থাপত্যকলা বিষয়ক লেখা। তর্ক পত্রিকায় প্রকাশিত হয়েছে বাংলাভাষার নামজাদা কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের অপ্রকাশিত ৫টি চিঠি। এতে আছে প্রখ্যাত বুদ্ধিজীবী ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন এবং সদ্যপ্রয়াত লেখক ও গবেষক আকবর আলি খানের দুর্লভ সাক্ষাৎকার। রয়েছে নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারের সঙ্গে মুখোমুখি যুগলবন্দি সাক্ষাৎকার।
তর্ক পত্রিকায় আছে সম্পাদক, প্রকাশক ও লেখক মতিউর রহমান এবং কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের সাক্ষাৎকার। সমকালীন কিংবদন্তি জাপানি ছাপচিত্র শিল্পী ও অধ্যাপক তেতসুয়া নোদা এবং গ্রিক কবি, অনুবাদক ও প্রাবন্ধিক সতিরিয়স পাস্তাকাসের সাক্ষাৎকার এতে উপস্থাপিত হয়েছে। ভাষা বিষয়ক প্রবন্ধ লিখেছেন লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান ও কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম। রয়েছে ইতালিয়ান সমকালীন দার্শনিক জর্জিও আগামবেনের দর্শন বিষয়ক লেখা ও নাইজেরিয়ার প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক চিনুয়া আচেবের ভাষা বিষয়ক প্রবন্ধ।
কবিতা লিখেছেন ফরহাদ মজহার, ওমর কায়সার, মিনার মনসুর ও আহমেদ নকীব। গল্প লিখেছেন বাদল সৈয়দ, মশিউল আলম, শাহনাজ মুন্নী ও মাহবুব মোর্শেদ। স্থাপত্যকলা নিয়ে লিখেছেন লায়লা ফারজানা। পত্রিকাটি সম্পাদনা করেছেন সাখাওয়াত টিপু। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। ২৮৮ পৃষ্ঠার পত্রিকাটির মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা। পত্রিকাটি পাওয়া যাচ্ছে প্রথমা, বাতিঘর, পাঠক সমাবেশ, তক্ষশীলা, উজান, এবং কয়েকজনসহ সারাদেশের অভিজাত বইয়ের দোকানে।
সরাসরি ক্রয় করতে যোগাযোগ করুন ০১৫৩৮ ৩৩৩২১২ এই ফোন নাম্বারে।
অভিনন্দন ও শুভ কামনা
মাহবুবা চৌধুরী
অক্টোবর ২৫, ২০২২ ১৮:১৫