
চিত্রশিল্পী বীরেন সোমের প্রদর্শনী ৫ আগস্ট
তর্ক বাংলার আয়োজনে শুরু হচ্ছে বরেণ্য চিত্রশিল্পী বীরেন সোমের একক চিত্রকর্ম প্রদর্শনী। শিল্পী রাজীব দত্তের তত্ত্ববধানে এ প্রদর্শনীর শিরোনাম ইতিহাসের স্মৃতি। এটি চলবে ৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ২০২১।

বীরেনদার আঁকা ছবি দিয়ে আমার আবিদ আজাদ সহ ১৫ জনের কবিতার একটি অ্যালবাম বেরিয়েছিলো গত শতকের ৮-এর দশকে। তারপর কি তাঁকে ভোলা যায়? দেখা হোক বা না হোক, তিনি আছেন অন্তরে।
মাহবুব হাসান
আগস্ট ০২, ২০২১ ২২:২৪

তর্ক বাংলা কে ধন্যবাদ যে এমন একটি দায়িত্বশীল আচরণ জারি রাখা সমীচীন বইলা আমলে নিছে। এইটা খুব দরকার ছিল। হ্যাপি ফিল করতেছি। ইতিহাসের স্মৃতি কীভাবে শিল্পের স্বভাবে স্বভাবতই আমাদের নাড়ায়া দিবার চাইতেছে সেইটা দেখবার অপেক্ষায় রইলাম।
শিমুল মাহমুদ
আগস্ট ০২, ২০২১ ২৩:৪৪

অভিনন্দন অভিনন্দন আর অভিনন্দন দাদা।
সুশান্ত কুমার অধিকারী
আগস্ট ০৪, ২০২১ ২৩:৩৮

অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা
বিশ্বজিত কুমার সোম
আগস্ট ০৬, ২০২১ ১৩:৪৮

Ovinondon Dada????????
Azmeer Hossain
আগস্ট ০৬, ২০২১ ১৮:৫৬

অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো ????
ফয়সাল আহমেদ
আগস্ট ২৪, ২০২১ ১৮:১৬
প্রর্দশণী দেখিনি এখনো তবে উদ্দ্যেগ মহৎ বলতেই হয়। কারণ বীরেণ সোম যতো কাজ করেছেন সে অনুপাতে উনার প্রদর্শনী হয়েছে অতি সামান্য।
Syed Golam Dastagir
আগস্ট ০২, ২০২১ ২১:১৮